ডার্ক সার্কেল কি চেহারার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে?

7th

চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে বেশ সমস্যায় আছেন জেনি। চেহারায় অন্য কোন স্কিন প্রবলেম না থাকলেও এই এক ডার্ক সার্কেল তার পুরো ফেসের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন বিউটি প্রোডাক্ট ইতিমধ্যেই ব্যবহার করেছেন। কোন কিছুতেই লাভ হয়নি। কোন ফাংশনে গেলে প্রথমেই তাকে সবাই প্রশ্ন করে, রাতে কি ঠিকমতো ঘুম হয়না? অথবা সে কোন মানসিক অশান্তি বা প্রেসারে আছেন কিনা। হাজার চেষ্টা করেও সে ডার্ক সার্কেল কোনভাবেই কমাতে পারছেন না।

জেনির মতো ডার্ক সার্কেল নিয়ে চিন্তায় আছেন এরকম মানুষের অভাব নেই। ডার্ক সার্কেল এর সমস্যার কথা বলতে গেলে প্রথমেই আসে এটা হওয়ার কারণ।

 

ডার্ক সার্কেলের কিছু কারণ

১। অপর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আমাদের চোখের নিচের ত্বক পাতলা হয়ে যায় এবং রক্তনালীগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, যার ফলে কালচে বর্ণ দেখা যায়।

২। পানিশূন্যতা

পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ডার্ক সার্কেল আরও স্পষ্ট হয়ে ওঠে।

৩। অ্যালার্জি

অ্যালার্জি হিস্টামিন নিঃসরণ করে, যার ফলে চোখের চারপাশের ত্বক ফুলে যেতে পারে এবং লাল বা কালো হতে পারে।

৪। সূর্যের ক্ষতিকারক রশ্মি 

সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট (UV) রশ্মি মেলানিন উৎপাদন বৃদ্ধি করতে পারে, যা চোখের নিচে কালো দাগের জন্য দায়ী।

৫। ধূমপান

ধূমপান রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং চোখের চারপাশের ত্বকে অক্সিজেন প্রবাহ কমিয়ে ডার্ক সার্কেল এর অবস্থা আরও খারাপ করে তুলতে পারে।

৬। বয়স

বয়সের সাথে সাথে, আমাদের ত্বক পাতলা হয়ে যায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। এর ফলে ডার্ক সার্কেল আরও দৃশ্যমান হয়।

৭। পুষ্টির অভাব

কিছু কিছু ভিটামিন, যেমন ভিটামিন বি-১২, ই, ডি ও কে এর অভাবে ডার্ক সার্কেল হয়ে থাকে। আবার অনেকের শরীরে আয়রনের অভাব থাকার কারণেও চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে থাকে।

৮। জিনগত কারণ

কিছু মানুষের ডার্ক সার্কেল হওয়ার অন্যান্য কারণগুলো না থাকলেও তাদের ডার্ক সার্কেল হয়ে থাকে। জিনগত কারণও ডার্ক সার্কেলের জন্য দায়ী।

 

ঘরে থাকা কিছু জিনিস ডার্ক সার্কেল কমাতে অনেক কার্যকরী। এগুলো প্যাক বানিয়ে রেগুলার ব্যবহার করলে ডার্ক সার্কেল অনেকটা কমে যায়। যেমন,

1st

১। আলুর প্যাক

 খোসাসহ আলু বেটে চোখের নিচে লাগান। এই প্যাক পরপর কিছুদিন ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হবে।

2nd

২। শসার প্যাক

শসা কুচি করে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে ঠাণ্ডা হতে রেখে দিন। এরপর এই প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন প্যাকটি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।

3rd

৩। টি ব্যাগ

চা খায় না এরকম মানুষ পাওয়া দায়। টি ব্যাগ সকলের বাসাতেই কম বেশি ব্যবহার করা হয়। ব্যবহারের পর তা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে ফ্রিজ থেকে বের করে, চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের ওপর রেখে দিন। প্রতিদিন ব্যবহার করলে দূর হবে চোখের নিচের কালো দাগ।

6th

৪। কফি পাউডার

কফি পাউডারের সাথে কিছুটা পানি মিশিয়ে, মিশ্রণটি চোখের নিচে হালকা ভাবে ম্যাসাজ করুন। নিয়মিত কফি পাউডার এভাবে ব্যবহার করলে দূর হবে ডার্ক সার্কেল।

৫। গোলাপ জলRose water

গোলাপ জলে রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট যা টোনার হিসেবে কাজ করে। একটি কটন প্যাড গোলাপ জলে ভিজিয়ে চোখ বন্ধ করে ২০ মিনিট চোখের উপর রেখে দিলে অনেক উপকার পাওয়া যায়।

Lavino Organic Multani Mati 2 1

৬। মুলতানি মাটি

মুলতানি মাটির সাথে টমেটোর রস ও এক চিমটি হলুদ মিক্স করে পেস্ট তৈরি করুন। চোখের নিচে লাগিয়ে শুঁকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল কমাতে এই প্যাকটি অনেক কার্যকরী।

 

এই ঘরোয়া পদ্ধতির গুলোর পাশাপাশি ডার্ক সার্কেল এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান, দিনে ৭-৮ ঘন্টার ঘুম, মানসিকভাবে চিন্তামুক্ত থাকা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী।

গোলাপ জল ও মুলতানি মাটি সহ অনলাইনে অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন আমাদের শপ এ।

 

 

                                                  লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা

Recent Posts